Sale!

PGR: Miraculan Group: Triacontanol 0.05EC । পিজিআরঃ মিরাকুলান গ্রুপঃ ট্রায়াকন্টানল ০.০৫%

৳ 80.00৳ 140.00

Description

মিরাকুলান হচ্ছে প্রাকৃতিকভাবে সংগঠিত সক্রিয় উপাদান ট্রায়াকন্টানল (Triacontanol) ভিত্তিক একটি অত্যন্ত কার্যক্ষমতাসম্পন্ন উদ্ভিদ বৃদ্ধি উদ্দীপক। এর প্রতি লিটারে ০.৫ গ্রাম সক্রিয় ট্রায়াকন্টানল উপাদান রয়েছে।

মিরাকুলান নিম্নোক্ত উপায়ে গাছের বিভিন্ন জৈবিক কার্যাবলীতে সাহায্য করেঃ

  • মাটি থেকে খাদ্যোপাদান পরিশোষণে সাহায্য করে।
  • গাছের পানি শোষণ ক্ষমতা এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে।
  • গাছের মধ্যে অবস্থিত প্রাকৃতিক হরমোন ও এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি করে।
  • গাছের সালোকসংশ্লেষণ হার এবং আমিষ সংশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করে।

গাছের উপরোক্ত জৈবিক কার্যাবলীর দরুন নিম্নোক্ত সুবিধাসমূহ পাওয়া যায়ঃ

  • অধিক সংখ্যক মুকুল বা কুঁড়ি ফোটে এবং কুশি ও শাখাপ্রশাখা বের হয়।
  • পাতা, ফুল ও ফল ঝরে পড়া বন্ধ হয়, গাছের নিয়মিত দৈহিক বৃদ্ধি সাধন হয়।
  • শিকড়ের সংখ্যা বৃদ্ধি ও মাটির গভীরে যাওয়া নিশ্চিত করে।
  • অধিক ফলন নিশ্চিত করে।

ব্যবহারবিধি: বীজ বপনের বা চারা রোপণের ৩ থেকে ৪ সপ্তাহ পর প্রথম বার উপরোল্লিখিত মাত্রায় স্প্রে করুন। একই মাত্রায় ২ থেকে ৩ সপ্তাহ পর দ্বিতীয় স্প্রে এবং প্রয়োজনবোধে তৃতীয়বার স্প্রে করুন। ফল জাতীয় ফসলের ক্ষেত্রে ফুল ফোটার পূর্বে এবং ফল মটর দানার আকৃতি ধারণ করলে উপরোল্লিখিত মাত্রায় স্প্রে করুন।

প্রয়োগ পদ্ধতিঃ এই উপাদানটি যেকোনো সময় যেকোনো গাছে প্রয়োগ করবেন এমনটা করা যাবে না। যে গাছগুলি বছরের একটি নির্দিষ্ট সময় ঘুমিয়ে থাকর যেমন, যেমন শীতকালে আমরা দেখি কিছু গাছের বৃদ্ধি থাকেনা। এবং শীত শেষ করেই সেই গাছটিতে নতুন শাখা প্রশাখা এবং ফুল ফলে ভরে ওঠে। গাছের এই ধরনের যে ঘুমন্ত সময়, এই সময়গুলোতে আমরা, শুধু এই গ্রুপটি না কোন পিজিআর প্রয়োগ করব না। এ সময় পিজিআর প্রয়োগ করা মানে, গাছকে জোর করে ঘুম থেকে জাগিয়ে দেওয়ার মতো। যার ফলে গাছ সঠিক সময়ে ফুল ফল দেবে না। এবং এই প্রক্রিয়াটি যদি কন্টিনিউ করা হয় একসময় গাছ মারাও যেতে পারে। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে তাহলে সঠিক সময় কোনটি। গাছ যখন তারা ঘুমন্ত সময় পার করে নতুন শাখা-প্রশাখা গজানো সময় হয় তখন থেকে ফুল ফোটার আগ পর্যন্ত এক থেকে দু’বার প্রয়োগ করতে পারেন। এরপরে ফুল থেকে ফল হওয়ার পরে এক থেকে দুই বার প্রয়োগ করতে পারেন। মনে রাখবেন ফুলফোটা অবস্থায় কখনোই প্রয়োগ করবেন না এতে ফুল ঝরে যেতে পারে।

আর যে গাছ গুলোর জীবনকাল তিন থেকে চার মাস যেমনঃ বিভিন্ন শাক সবজি সিজনাল ফুল ইত্যাদি। একাজগুলো পুরো জীবন কলে ২০ দিন পরপর দুই থেকে তিনটা স্প্রে করতে পারেন।মিরাকুলান ফসলের আকার ও প্রকারভেদে প্রতি লিটার পানিতে ১ থেকে ১.৫ মিলি হারে প্রয়োগ করতে পারেন।

প্রয়োগমাত্রা :                              

ফসলঅনুমোদিত মাত্রাএকর প্রতি৫ শতক জমির জন্য
(১০ লিটার পানিতে)
টমেটো০.৫ মিলি-১ মিলি/ লিটার পানি১০০ মিলি-২০০ মিলি৫ মিলি-১০ মিলি
আলু০.৫ মিলি-১ মিলি/ লিটার পানি১০০ মিলি-২০০ মিলি৫ মিলি-১০ মিলি 

সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “PGR: Miraculan Group: Triacontanol 0.05EC । পিজিআরঃ মিরাকুলান গ্রুপঃ ট্রায়াকন্টানল ০.০৫%”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…