ZA Shop

ছাদবাগান ও মাঠ ফসলের উন্নয়নে

ছাদবাগান ও মাঠ ফসল উন্নয়নের লক্ষ্যে, উন্নত মানের কীটনাশক, ছত্রাকনাশক, গাছের অতীব প্রয়োজনীয় অনুখাদ্য বা সার, আগাছানাশক ইত্যাদি সহ বিভিন্ন রকম সমস্যার সমাধান নিয়ে ২০১৮ ইং সাল থেকে বাংলাদেশের সাধারণ কৃষকের সেবাই জেড,এ শপ নিয়োজিত আছে।

এই ব্যবস্থাপনাকে আরো বড় ও সহজ ভাবে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০২০ দারাজ অনলাইন স্টোর এবং কিছুদিন পরে ইউটিউব চ্যানেল ওপেন করা হয়।

এই প্লাটফর্ম গুলোর মাধ্যমে আপনাদের কৃষি বিষয়ক যে কোন সমস্যার সমাধান সহ শতভাগ সততার সহীত প্রয়োজনীয় বিভিন্ন কৃষি পণ্যগুলো আপনাদের ভালোবাসা ও আল্লার ইচ্ছায় জেড,এ শপ প্রতিনিয়ত প্রচুর পরিমাণে সরবরাহ করছে।

কিন্তু আপনারা দারাজ থেকে অর্ডার করার সময় একটা জিনিস লক্ষ্য করেছেন হয়তো যে, প্রতিটি পণ্যের দাম স্বাভাবিক বাজার মূল্য থেকে একটু বেশি হয়।
এর কারণ হলো হলো, দারাজে অতিরিক্ত কমিশন রেট, চার্জ এবং প্যাকেটিং খরচ। আপনারা হয়তো জানেন না দারাজ আমাদের থেকে শতকরা প্রাই ১৫ থেকে ২০% টাকা কেটে থাকে। এজন্যই পণ্যের দাম একটু বেশি রাখতে হয়।

আর এই সমস্যার সমাধান ও আপনাদের আরো সর্বমূল্যে পণ্য পৌঁছে দিতে ZAShopbd.com নামে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন করা হয়েছে।
এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল পণ্যগুলো অর্ডার করতে পারবেন সহজে ও স্বল্পমূল্যে ১০০ ভাগ অরিজিনাল পণ্য হওয়ার গ্যারান্টি।
আপনি না চাইলে আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না। দারাজ থেকে আমাদের শত শত কাস্টমারদের দেওয়া রিভিউ গুলো এখান ক্লিক করে দেখে আসতে পারেন।

One Reply to “ছাদবাগান ও মাঠ ফসলের উন্নয়নে”

  1. Ami dirgho din dhore apnader theke mal ney, Apnader bebohare ami sontusto. Tnx ZA.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *